VATCONS BD
Menu
  • হোম
  • কোর্স সমূহ
  • ডাউনলোড
  • কোর্স লগ-ইন
  • লার্নিং নেটওয়ার্ক
Menu
আয়কর আইনজীবী হতে হলে

আয়কর আইনজীবী হতে হলে

Posted on May 10, 2022June 10, 2025 by VATCONS BD

আয়কর আইনজীবী হতে হলে

আয়কর আইনজীবী হতে হলে যারা আইন বিষয়ে পড়াশোনা করেছেন অথচ অ্যাডভোকেট নন, তারাও চাইলে আয়কর আইনজীবী হিসেবে প্র্যাকটিসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ট্যাক্স বারের সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আয়কর আইনজীবী হওয়ার জন্য এনবিআরে আবেদন করতে পারেন। একই সঙ্গে তাদের ট্যাক্স বারের সদস্য হতে হয়।

অ্যাডভোকেট এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণের পর ট্যাক্স বারের সদস্য হতে হবে। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ সালের ১৭৪ ধারায় করদাতার মনোনীত প্রতিনিধি হতে হলে তাকে আইনজীবী হতে হবে অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট ম্যানেজমেন্ট কিংবা আইন বিষয়ের ডিগ্রিধারীদের রাজস্ব বোর্ডের স্বীকৃত রেজিস্টার ট্যাক্সেস বারের সদস্য হতে হবে। ফলে দুইভাবে আইটিপি, আয়কর বা কর আইনজীবী হওয়া যায়। একটি হলো বার কাউন্সিলের সনদ নিয়ে এবং দ্বিতীয়টি জাতীয় রাজস্ব বোর্ডের আইটিপি সনদ নিয়ে।

আয়কর আইনজীবী হতে হলে প্রয়োজনীয় কৌশল ইউটিউব ভিডিও লিংক থেকে বিস্তারিত দেখতে পারবেনঃ https://youtu.be/q2IOUokP-IU

কাজের সুযোগ

আয়কর আইনজীবীরা আয়কর, সম্পদ, আমদানি শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি বিষয়ে মামলা পরিচালনা করেন। আয়কর সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সমাধানের জন্য যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আয়কর আইনজীবীর প্রয়োজন হয়। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানভিত্তিক নিয়োগের বাইরেও আয়কর আইনজীবীরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। তবে আয়কর সংক্রান্ত হিসাবরক্ষণ ও সমস্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ উচ্চআয়ের ব্যক্তিদের মধ্যে বেশ সাধারণ হওয়ায় আয়কর আইনজীবীর চাহিদা বাংলাদেশে অনেক।

সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানেই সাধারণত আয়কর আইনজীবীদের কাজ করতে দেখা যায়। তবে একজন আয়কর আইনজীবীকে প্রতিষ্ঠানভিত্তিক, চুক্তিভিত্তিক আবার কেসভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে সাময়িক বিবেচনায়। সাধারণত আয়কর আইনজীবী নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন বেসরকারি সংস্থা, করপোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা পরিচালনা করছেন এমন ব্যক্তি, ব্যক্তিগত সম্পদের হিসাব নিয়ে সমস্যায় পড়েছেন এমন ব্যক্তি বা আয়কর নিয়ে সমস্যায় পড়েছে এমন কোনো প্রতিষ্ঠান।

সাধারণত বড় আকারের সব প্রতিষ্ঠানেই আয়কর আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে তাকে প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও ধার্যকরসহ সামগ্রিক হিসাবরক্ষণের কাজের পাশাপাশি প্রয়োজনে আয়কর মামলায় প্রতিষ্ঠানের হয়ে লড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রেই আয়কর আইনজীবীর কাজ হয় মামলা ও চুক্তিভিত্তিক। আয়কর আইনজীবী হতে হলে এ বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে।

আয়কর আইনজীবী হতে হলে বা সার্কুলার বিষয়ে জানতে ক্লিক করুন

দায়িত্ব

আয়কর আইনজীবীকে আয়কর সংক্রান্ত মামলা লড়ার পাশাপাশি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির আয়-ব্যয়ের সামগ্রিক হিসাব রক্ষণাবেক্ষণ করতে হয়। এর সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের বার্ষিক আয়কর পরিকল্পনা তৈরি করতে এবং ব্যক্তির আয়কর সংক্রান্ত পরামর্শ দিতে হয়। আয়কর সংক্রান্ত সব সম্ভাব্য ও ঘটে যাওয়া অনিয়ম ধরা পড়লে এ ব্যাপারে প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অবগত করতে হয়। এর সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আয়কর সংক্রান্ত মামলা, বিশেষ করে আয়কর ফাঁকির মামলা হলে তা লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে মামলা থেকে রেহাই পাওয়ার কাজে সহযোগিতা করতে হয়।

আয়কর আইনজীবীকে আয়কর সংক্রান্ত মামলা লড়ার ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ সমন্বয়, তথ্য বিনিময় ও ব্যবস্থাপনার কাজ করতে হয়। আয়কর সংক্রান্ত অনিয়মের ব্যাপারে তদন্ত ও সরকার কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে এ ক্ষেত্রে আপিলের কাজ এবং পরে মামলা লড়ার কাজ করতে হয়। প্রতিষ্ঠানের প্রজেক্টের কাজ সম্পন্ন করার জন্য স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার হিসেবে যারা নিয়োগ পান, তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাপনা ও সমন্বয়ের কাজ করতে হয়।

আয়কর আইনজীবী হতে হলে আয়কর সংক্রান্ত যাবতীয় আইন ও আয়কর সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত পড়াশোনা ও জ্ঞান অর্জন করা জরুরি। আইনি ব্যাখ্যার ব্যাপারে পারদর্শিতা থাকা অত্যন্ত জরুরি। ক্লায়েন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ ও বিচক্ষণ হতে হবে। এ ক্ষেত্রে যোগাযোগ সমন্বয়ের ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

ফলভিত্তিক কাজের ক্ষেত্রে নিবিষ্টচিত্ত হওয়া জরুরি একটি বিষয়। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে হিসাবরক্ষণ ও আয়করের ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহে দক্ষ হতে হবে। আর্থিক তথ্য অত্যন্ত সংবেদনশীল। তাই এ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে হলে দায়িত্বশীল হতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্বাধিকারী এবং নির্দিষ্ট ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে তথ্য অধিগ্রহণের প্রয়োজনের ব্যাপারে আশ্বস্ত করতে হবে।

আয়কর আইনজীবী তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। আয়কর পেশাজীবী নিবন্ধন পরীক্ষা ২০২২ ও আয়কর আইনজীবী হওয়ার যোগ্যতা জানতে ভ্যাটকনস বিডি ইউটিউব চ্যানেলটি দেখুন।

আয়কর আইনজীবী হতে হলে যে বিষয়গুলো জানতে হবে তা নিচের ভিডিওটিতে দেখুন।

আইটিপি পরীক্ষার প্রশ্ন 

আইটিপি পরীক্ষার বিজ্ঞপ্তি 2022

ভয় আয়কর আইনজব নয় টযকসস

ইনকম টযকস পরযকটশনর আইটপ

'

Enroll now

Description of the image

Special Package

  • itp exam master planner ITP Exam Master Planner ৳ 10,000.00 Original price was: ৳ 10,000.00.৳ 4,999.00Current price is: ৳ 4,999.00.

Enroll Now

Description of the image

About me

Md Abdur Razzaq MBA, ACCA, ITP Digital VAT Coach and Corporate Trainer. Founder of VATCONS BD. I am working as a Country Manager of an accountancy firm located in United Kingdom (UK). My Passion is to build a network of 10,000 TOP rated professionals in Digital VAT Career and maximize the number of opportuanity and credits of everyones.

Categories

  • CA/ACCA
  • Make money online
  • আইন আদালত
  • ইনকাম ট্যাক্স
  • ডিজিটাল ভ্যাট ক্যারিয়ার
  • প্রাক্টিকাল একাউন্টিং

Pay with SSLCommerz

Calender

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Jun    

VATCONS BD

Trade license: TRAD/DNCC/1301777/2022

Adress: 35/2, 06, Shekhertek, Adabar, Mohammadpur, Dhaka-1207

  • Terms and Condition
  • Return and Refund Policy
  • Privacy Policy
  • About us

VATCONS BD

Trade license: TRAD/DNCC/1301777/2022

Adress: 35/2, 06, Shekhertek, Adabar, Mohammadpur, Dhaka-1207

  • Terms and Condition
  • Return and Refund Policy
  • Privacy Policy
  • About us
© 2023 VATCONS BD