একজন ব্যবসায়ীকে খুবগুরুত্ব সহকারে তার ব্যবসায়ের সাথে সম্পর্কিত লিগ্যাল বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অন্যথায় যেকোন সময় নানারকম জরিমানা ও আইনি বাধার সম্মুক্ষিন হতে পারেন। আজকে আমরা যেসকল ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক তাদের লিষ্ট এই পোষ্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।
আমাদের Android Apps-এর মাধ্যমে আপনি বিনামূল্যে ভ্যাট ও ট্যাক্স রিলেটেড আপডেট থাকতে পারবেন। কখন কোন নিয়ম পরিবর্তন হয়, গুরুত্বপূর্ন এসআরও, আদেশ ও প্রয়োজনীয় ফরমগুলো ডাউনলো করতে এখনই আমাদের এপসটি ইনস্টল করে নিন।
ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.vatconsbd.courses
ভ্যাট জেনারেল অর্ডার নং – ১৭/মূসক/২০১৯ তারিখ ১৭ জুলাই ২০১৯ অনুযায়ী প্রতিষ্ঠান সমূহকে বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন নিতে হবে। তাই আপনার প্রতিষ্ঠান যদি এই তালিকার মধ্যে থাকে তাহলে দ্রুত ভ্যাট রেজিস্ট্রেশন করুন।
ভ্যাট ও ট্যাক্স হেল্পলাইন লিংকঃ https://vatconsbd.page.link/fNCSA2xfrVnJeFsy6