ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাক্স প্ল্যানিং। সঠিক ট্যাক্স প্লানিং এর মাধ্যমে করদাতার করদায় অনেক ক্ষেত্রে হ্রাস করা সম্ভব হয়।
!!!বিনিয়োগ হতে কর রেয়াত পেতে ৩০ শে জুন এর পূর্বে বিনিয়োগ করুন!!!
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা [৪৪(২)(বি)] অনুযায়ী একজন করদাতা (নিবাসী বা অনিবাসী বাংলাদেশী) যদি (৬ষ্ঠ তফসিল এর পার্ট বি) তে উল্লেখিত খাত সমুহে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ বা দান করে দশ লক্ষ টাকা পর্যন্ত কর রেয়াত পেতে পারেন।
কিভাবে বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনা হয়?
এক্ষেত্রে করদাতার মোট আয় ও রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible amount) এ দুটি বিষয়কে বিবেচনা করতে হবে।
রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible amount) কিভাবে হিসেব করবেন?
ক. রেয়াত পাওয়ার জন্য যোগ্য খাতগুলোতে করদাতার প্রকৃত বিনিয়োগ/দানের পরিমান যোগ করুন
খ. করযোগ্য মোট আয়ের (৮২সি ধারার আয় ব্যতীত) ২৫ শতাংশ হিসাব করুন
গ. সর্বোচ্চ লিমিট ১ কোটি টাকা
উপরের ৩টি অপশনের যেটি সবচেয়ে কম হবে সেটি-ই আপনার রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible amount)
অনুমোদনযোগ্য অংক থেকে কিভাবে আপনার কর রেয়াতযোগ্য অংক বের করবেন?
- মোট আয় ১৫ লক্ষ টাকা বা তার কম হলে অনুমোদনযোগ্য অংকের ১৫ শতাংশ কর রেয়াত পাবেন।
- মোট আয় ১৫ লক্ষ টাকার বেশী হলে অনুমোদনযোগ্য অংকের ১০ শতাংশ কর রেয়াত পাবেন।
কর রেয়াতযোগ্য বিনিয়োগের উল্লেখযোগ্য কয়েকটি খাতঃ
- সঞ্চয়পত্র ক্রয়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়
- ডিপোজি পেনশন স্কিম/ডিপিএস (সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত)
- জীবনবিমার প্রিমিয়াম (পলিসি ভ্যালুর সর্বোচ্চ ১০% পর্যন্ত)
- সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে চাঁদা
- স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মচারীর চাঁদা
- কল্যান তহবিল ও গোষ্ঠী বীমায় চাঁদা
- সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ
- সুপার এনুয়েশন ফান্ডে চাঁদা
কর রেয়াতযোগ্য বিনিয়োগের উল্লেখযোগ্য কয়েকটি খাতঃ
- যাকাত তহবিলে দান
- জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান
- জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত দাতব্য হাসপাতালে দান
- মুক্তিযুদ্ধ জাদুঘর; মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান
- প্রতিবন্ধীদের কল্যানে স্থাপিত প্রতিষ্ঠানে দান
- আহসানিয়া ক্যানসর হাসপাতাল; ঢাকা আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে দান
- আগাখান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক দান
- এশিয়াটিক সোসাইটি; আইসিডিডিআরবি; সিআরপি-এ দান
- সরকার অনুমোদিত জনকল্যানমূলক বা শিক্ষাপ্রতিষ্ঠানে দান